puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
কার্নিভালের দ্বিতীয় দিনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারীরা ছয়টি ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হলো— লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। খেলাধুলার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার সমাপনী ম্যাচগুলো নগরীর পিএইচপি টার্ফে অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস কমিটির আয়োজনে ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্নিভালের দ্বিতীয় দিনের খেলাগুলো পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর খেলাধুলা সেই বন্ধনকে আরও দৃঢ় করে।
খেলা পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দিন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইবরাহিম। প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্যদের মধ্য থেকে দ্বিতীয় দিনের খেলাগুলোতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-কো-অর্ডিনেটরবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এই স্পোর্টস কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধি করা এবং একটি প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস জীবনে একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো দুদিনব্যাপী ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল ।

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

Tuesday, 6 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
কার্নিভালের দ্বিতীয় দিনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারীরা ছয়টি ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হলো— লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। খেলাধুলার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার সমাপনী ম্যাচগুলো নগরীর পিএইচপি টার্ফে অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস কমিটির আয়োজনে ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্নিভালের দ্বিতীয় দিনের খেলাগুলো পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর খেলাধুলা সেই বন্ধনকে আরও দৃঢ় করে।
খেলা পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দিন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইবরাহিম। প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্যদের মধ্য থেকে দ্বিতীয় দিনের খেলাগুলোতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-কো-অর্ডিনেটরবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এই স্পোর্টস কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধি করা এবং একটি প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস জীবনে একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2026 Premier University IT. All rights reserved.